Latest News

স্পেনে ঈদুল আযহা পালিত

এসবিএন ডেস্ক : স্পেনের নানা শহরে ছড়িয়ে থাকা প্রবাসীরা গত ১২ সেপ্টেম্বর উদযাপন করেছেন পবিত্র ঈদুল আযহা। রাজধানী শহর মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েসের পার্কে কাসিনোতে খোলা ময়দানে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি মহিলারাও জামাত দু‘টিতে অংশগ্রহণ করেন। এছাড়া পর্যটন নগরী বার্সেলোনায় শাহ জালাল জামে মসজিদে ২টি ও মসজিদ সংলগ্ন  খোলা ময়দানে ১টি জামাত অনুষ্ঠিত হয়। বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদেও ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতেই ছিল প্রবাসী বাংলাদেশিদের উপছে পড়া ভিড়। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। পরে বাংলাদেশীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com