Latest News

মাদ্রিদ প্রবাসী জয়নাল এর জানাযার নামাজ মঙ্গলবার

সেলিম আলম, মাদ্রিদ : দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃতুবরণকারী স্পেনের মাদ্রিদ প্রবাসী জয়নাল আব্দুর রহিম এর জানাযার নামাজ  ১৮ অক্টোবর,  মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় (বাদ মাগরিব) মাদ্রিদের বায়তুল মোকাররম মসজিদে অনুষ্টিত হবে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায়   মাদ্রিদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জয়নাল আব্দুর রহিম(৩৬)  মৃতু্যবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু'টি শিশু সন্তান ও অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তার মৃতু্যতে মাদ্রিদে প্রবাসি বাংলাদেশীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। বাংলাদেশে লাশ প্রেরণের জন্য আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয় মসজিদ কমিটিসহ কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দ। জয়নাল আব্দুর রহিম এর গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com