Latest News

জঙ্গিদের ‘অর্থদাতা’ আয়নালের মৃত্যু

এসবিএন ডেস্ক : জঙ্গিদের এক ‘অর্থদাতা’র মৃত্যুর খবর জানিয়েছে র‌্যাব। আব্দুর রহমান আয়নাল (৩০) নামের ওই ব্যক্তি ৮ অক্টোবর, শনিবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কমান্ডার মেজর মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার আশুলিয়ার একটি বাড়িতে র‌্যাবের অভিযানের সময় পাঁচতলা থেকে পড়ে যায়  ‘নব্য জেএমবি’র এই ‘অর্থদাতা’।  তার বাসা থেকে ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
৮ অক্টোবর শনিবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকার আমীর মৃধার পাঁচতলা ভবন ‘মৃধা ভিলায়’ অভিযান চালায় র‌্যাব।
র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বলেন, আব্দুর রহমানের বাসা থেকে ৩০ লাখ টাকা, একটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ, ধারাল অস্ত্র, মোবাইল জ্যামার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
আব্দুর রহমানের স্ত্রী ও তিন সন্তানকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com