Latest News

দক্ষিণভাগে প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন

আবু তাহির, প্যারিস : মৌলভীবাজার জেলার দক্ষিণভাগ এন,সি,এম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলামের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর, সোমবার দক্ষিণভাগ এন,সি,এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একজন শিক্ষকের উপর হামলা মানে গোটা শিক্ষক জাতির উপর হামলা। এই অপমান গোটা সমাজের। কোন সভ্য জাতি শিক্ষকের উপর সন্ত্রাসী হামলাকে প্রশ্রয় দিতে পারেনা।
প্যারিসের গার্দ নর্দে বিপুল সংখ্যক বড়লেখা উপজেলার প্রবাসী ও ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক  সংগঠনের নেতাকর্মীদের  উপস্থিতিতে মানববন্দনে বক্তারা ন্যাক্কারজন
এ হামলার  সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান ।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, হুসাইন মাছুম সাবুল, আব্দুল্লাহ আল তায়েফ, জসিম উদ্দিন, আলী হোসেন, আব্দুল আজিজ সেলিম, ওবায়দুল ইসলাম রুহেল, আলিম উদ্দিন, ওয়াহিদ উদ্দিন, মুহিব উদ্দিন, বেলাল উদ্দিন, হীরা আহমদ, নুরুল ইসলাম এপলু, জিয়াউর রহমান, দেলোয়ার হোসেনসহ ফ্রান্সের বিভিন্ন সংঙ্গঠনের নেতৃবৃন্দ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com