Latest News

মাদ্রিদে ভয়েজ ফর বাংলাদেশ এর আলোচনা সভা : সকল দলের অংশগ্রহণে নির্বাচন দাবি

সেলিম আলম, মাদ্রিদ প্রতিনিধি : নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে দ্রুত সকল দলের অংশগ্রহণে সুষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা এবং সংখ্যালগুদের উপর হামলা ও নির্যাতন বন্ধের  আহ্বান জানিয়ে মাদ্রিদে ভয়েজ ফর বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গত ২৩ নভেম্বর মাদ্রিদের বাংলা সেন্টারে আয়োজিত এ সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্গনের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ ধারা থেকে উত্তোলনের জন্য সবাইকে দল মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। ভয়েজ ফর বাংলাদেশ এর স্পেন শাখার আহ্বায়ক সেলিম আলমের সভাপতিত্বে ও সদস্য আবু জাফর রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় ভয়েজ ফর বাংলাদেশ নিয়ে  স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব খায়রুল আলম পলাশ।

 ‘বাংলাদেশে  গণতন্ত্র ও মানবাধিকার’ - প্রসঙ্গ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কমিউনিটি নেতা খোরশেদ আলম মজুমদার, সমাজ কর্মী মিনহাজুল আলম মামুন, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, আব্দুল কাইয়ূম পঙ্কি, মিজানুর রহমান বিপ্লব, ইসলাম উদ্দিন পঙ্কি, হুমায়ুন কবির রিগ্যান, সায়েদ মিয়া প্রমূখ। সভায় ‘ভয়েস ফর বাংলাদেশ’ সংগঠনটির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকুল খান, সুহেল আহমেদ সামসু, সৈয়দ নাসিম, আব্দুল মোতাল্লিব বাবুল, দিদারুল কারিম, সিফার আহমেদ, ফজির আলী নাদিম, আসাদ খান প্রমূখ। বক্তারা মিয়ানমারে মুসলমানদের উপর অমানবিক নির্যাতনেরও প্রতিবাদ জানান।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com