নাজমুল হোসেন, মিলান : ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মিলানের বৃহত্তর নোয়াখালী সমিতির নির্বাচন ঘিরে প্রার্থীদের নির্বচনী প্রচারণা তুঙ্গে। মিলানের প্রবাসী বাংলাদেশীদের মুখে মুখে নির্বাচনী আলাপ। নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ ভাবে পরিচালনার লক্ষে নির্বাচন কমিশনাররা কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের এবং নোয়াখালী প্রবাসীদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান নির্বাচন কমিশিনার হানিফ পাঠোয়ারী নির্বাচনের উপর সার্বিক আলোচনা করেন। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য হারুন উর রশিদ, খোরশেদ আলম, জাকির আহমেদ, দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন ও আব্দুল মতিন ভূঁইয়া। পরে উপস্থিত প্রার্থীদের নিকট থেকে নির্বাচনের উপর আলোচনা করতে অনুরুধ জানান। প্রার্থীদের মধ্য থেকে সভাপতি প্রার্থী সালেহ উদ্দিন, মীর হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল কাইয়ুম মামুন, মোর্শেদ আলম, সিনিয়র সহ সভাপতি প্রার্থী ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, স্বপন আলম, প্রচার সম্পাদক প্রার্থী এনামুল হক রিমন ও মাহফুজুর রহমান তাদের বক্তব্যে নির্বাচন সুষ্ঠ করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং জয় পরাজয় যাই হউক না কেন সমিতির সাথে থাকবেন বলে এই অঙ্গীকার করেন।