বক্তব্য রাখছেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার |
মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে প্রাণ দেয়া শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বিজয় দিবসের তাতপর্য তুলে ধরে প্রধান অতিথি সিহেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করার পাশাপাশি তিনি বলেন, আমাদের দেশপ্রেমের অনুভূতি, চিন্তা চেতনা ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, দেশে একটি অপশক্তি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়ার পাঁয়তারা করছে। সেই অপশক্তি মোকাবেলায় নতুন প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের বক্তব্যের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রিদের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ‘র তত্বাবধানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন সমবেত অতিথিবৃন্দ।