Latest News

মাদ্রিদে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এসবিএন ডেস্ক : বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল (২৫ ডিসেম্বর) বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোর অংশগ্রহণ করে। তাঁদের রং তুলি আর পেন্সিল কলমে ফুটে উঠে বাংলাদেশের নানা চিত্র। বিশেষ করে লাল সবুজ পতাকা, জাতীয় স্মৃতি সৌধ, আবহমান বাংলার নানা রূপ ...।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের তাতপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনটির সভাপতি জামাল উদ্দিন মনির।  প্রবাসি বাংলাদেশি শিশু কিশোররা যাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় সম্পর্কে জানতে পারে - এমন পরিকল্পনা নিয়েই এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানালেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি জামাল উদ্দিন মনির। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশনের সহ সভাপতি দুলাল সাফা, প্রাক্তন সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল, সহ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক একেএম জহিরুল ইসলাম, কমিউনিটি নেতা নাজমুল ইসলাম নাজু, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোম্মদ জামান, শিক্ষিকা শামিমা আক্তার, বাংলাদেশ এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক হাসান প্রমূখ।



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com