Latest News

মাদ্রিদে ডাফকো ভিআইপি গ্রুপ এর সদস্যদের সংবর্ধনা

এসবিএন ডেস্ক: ডাফকো ভিআইপি গ্রুপ বাংলাদেশের দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।  গত ১৫ জানুয়ারি, রোববার মাদ্রিদের বাংলা টাউন রেষ্টুরেন্টে ডাফকো গ্রুপের পরিচালক মোহাম্মেদ মনসুর, নাসির উদ্দিন, আব্দুর রশিদ বাবুল ও কামরান আলীর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথিবৃন্দ এ কথাগুলো বলেন।

 গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা সভায় বক্তারা আরো বলেন, আমাদের সকলের উচিত বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগ করে নিজ দেশের উন্নতি ও সমৃদ্ধিতে অংশীদার হওয়া। গ্রেটার সিলেট এসোসিয়েসনের কমিশনার কামরুজ্জামান সুন্দরের সভাপতিত্বে এবং সিপার আহমেদ ও হুমায়ুন কবির রিগ্যানের যৌথ পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মোহাম্মেদ মনসুর, নাসির উদ্দিন, আব্দুর রশিদ বাবুল, কামরান আলী। এছাড়াও গ্রেটার সিলেট এসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জালাল আহমেদ, মিনহাজুল আলম মামুন, খায়রুজ্জামান কামাল, সেলিম আলম, আব্দুল হামিদ সঞ্জু, আব্দুল কাইয়ূম সেলিম, আব্দুল মুজাক্কির, প্রমূখ।

                                             ভিডিও কৃতজ্ঞতা : চ্যানেল আই ইউরোপ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com