এসবিএন ডেস্ক: বিএনপি‘র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি স্পেন শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৩ জানুয়ারি) মাদ্রিদে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শহীদ জিয়া ৭১ সালে অসীম সাহসিকতায় স্বাধীনতা ঘোষণার পাশাপাশি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি বাংলাদেশের মানুষকে সম্মানের সাথে বাঁচার স্বপ্নে উজ্জীবিত করেছিলেন। স্পেন বিএনপি‘র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব রিয়াজ উদ্দিন লুৎফুর ও সদস্য সুহেল ভূঁইয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আরো বলেন, বাংলাদেশে এখন বাকশালী স্টাইলে গণতন্ত্র হরণ করা হচ্ছে। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন ও বাংলাদেশকে অগণতান্ত্রিক সরকারের হাত থেকে মুক্ত করতে এবং প্রকৃত গনতন্ত্র প্রতিষ্ঠায় প্রবাস থেকেও সবাইকে স্ব স্ব অবস্থান থেকে প্রতিবাদ জানানো অব্যাহত রাখতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিজানুর রহমান বিপ্লব, কাজি কাসেম, আবুল খায়ের, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আনোয়ারুল আজিম, নাজমুল ইসলাম নাজু, আসলাম, সাহাব উদ্দিন, কাজি জসিম, মুরাদ, আসলাম, পারভেজ, রঞ্জু, পলাশ, রানা, কাজী আলমগীর, আনোয়ার, মজিবুর, রুবেল, রিপন মিয়া, জাহাঙ্গীর, সাজু, লিটন, রাসেল, লিমন, দেলোয়ার প্রমূখ। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।