Latest News

স্পেন বাংলা প্রেস ক্লাবের অভিষেক ২৬ ফেব্রুয়ারি

এসবিএন ডেস্ক: আগামী ২৬ ফেব্রুয়ারি স্পেনে বাংলা গণ মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন ‘স্পেন বাংলা প্রেস ক্লাব’ এর অভিষেক অনুষ্ঠিত হবে। পর্যটন নগরী বার্সেলোনায় ভিলাদমাত রোডের সেন্ত্র সিভিক হলে অনুষ্ঠিত হবে এ সংগঠনের প্রথম অভিষেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। বিকেল ৬ টা থেকে শুরু হবে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে ইউরোপের বিভিন্ন দেশের সংবাদকর্মীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ইংল্যান্ড ও স্পেন এর শিল্পীবৃন্দ। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com