Latest News

স্পেনে বাংলাদেশ দূতাবাসের সাথে বাংলাদেশ এসোসিয়েশনের মতবিনিময়

এসবিএন ডেস্ক : স্পেনে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখভাল ও  স্পেনে স্থায়ী শহীদ মিনার স্থাপনের ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত আছে। স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এ কথাগুলো বলেন। গত ৩১ জানুয়ারি, মঙ্গলবার মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি জামাল উদ্দিন মনির। প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ খন্দকার আরো বলেন, প্রবাসে শিশু কিশোরদের মাতৃভাষা লালন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ দূতাবাস শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ও যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বাংলাদেশ দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ বলেন,  স্পেন-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। গত বছর বাংলাদেশ রপ্তানি খাতে স্পেনে বৈশ্বিকভাবে চতুর্থ ও ইউরোপিয়ান ইউনিয়নে তৃতীয় স্থান অর্জন করেছে।

এ বছর আরো বেশি রপ্তানি করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ( লেবার উইং) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ দূতাবাস স্পেন প্রবাসি বাংলাদেশিদের সেবার মান পূর্বের তুলনায় অনেক উন্নত করেছে। মতবিনিময় সভায় স্পেন প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার কথা অবহিত করে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন   সৈয়দ আশফাক উল হক, একে এম জহিরুল ইসলাম, দুলাল সাফা, মিল্টন ভূঁইয়া কচি, আবুল খায়ের, আবদুল কাইউম মাসুক, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ফয়জুর রহমান, আবুল কাশেম, হেমায়েত খান, মুরাদ হোসেন, ফকরুল হাসান, আবু বকর, আবুল হাশেম, বকুল খান, ইসলাম উদ্দিন পংকি, স্বপন কুমার সাহা, সায়েদ মিয়া, শামিমা হোসেন, সোহেলি শারমিন,  দবির তালুকদার প্রমূখ।



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com