Latest News

লম্বা সময় নিয়ে ফিরছেন শাবনূর

এসবিএন ডেস্ক : আগামী ১০ ফেব্রুয়ারি ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন। গতবারের চেয়ে এবার লম্বা সময় দেশে থাকবেন বলেই জানিয়েছেন তার মা আমেনা বেগম। এর আগে দেশে ফিরে শাবনূর তার অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’-এর শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হন। ছবিটির কোনো দৃশ্যের শুটিং করেননি শাবনূর। দেশে ফেরার পর এ ছবিতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন ছবির পরিচালক মানিক।

শাবনূর দীর্ঘদিন ধরেই অভিনয়ের বাইরে অবস্থান করছেন  তিনি। বসবাস করছেন অস্ট্রেলিয়ায়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com