Latest News

স্পেনে রেস্তোরাঁয় বিল না মিটিয়ে শতাধিক গ্রাহক চম্পট!

এসবিএন ডেস্ক : একশোরও বেশি গ্রাহক একসঙ্গে রেস্তোরাঁয় এসেছে। প্রচুর খাবার অর্ডার দিয়েছে।  তাই খোশমেজাজেই ছিলেন রেস্তোরাঁ মালিক অ্যান্টোনিও রডরিগেজ। কিন্তু কিছুক্ষণ পরই হতাশা, রাগ আর বিস্ময় ভর করে মালিককে। এই শতাধিক গ্রাহকরা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, হই হুল্লোড় করে বিল না দিয়েই চম্পট দিল। ঘটনাটি ঘটেছে উত্তর স্পেনের হোটেল কারমেনে।
কারও সন্দেহ হয়নি; হওয়ার কথাও নয়। এখনও যেন রেস্তোরাঁ  মালিক অ্যান্টোনিও রডরিগেজ বিশ্বাস করতে পারছেন না। কী হল এবং কেন হল তাঁর সঙ্গে? মোট বিল হয়েছিল ২০০০ ইউরো। একশোরও বেশি গ্রাহক বিল না মিটিয়ে চোখের সামনেই নিমেষে চম্পট দিল! তাও আবার এক এক করে নয় সকলে একসঙ্গে। হাতে গোনা কয়েকজন হোটেল কর্মীর পক্ষে তাঁদের রোখা কোনওভাবেই সম্ভব ছিল না। পুরো ঘটনাটি পুলিশের কাছে সবিস্তারে জানিয়েছেন অ্যান্টোনিও। তাঁর বিবরণ শুনে হতবাক পুলিশও। অনেকেই বলছেন চম্পট দেওয়া গ্রাহকরা পূর্ব ইউরোপের বাসিন্দা। কিন্তু স্পেন পুলিশ সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে। আপাতত একশোরও বেশি বিল না মেটানো গ্রাহকের খোঁজে তল্লাশি চলছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com