সেলিম আলম : স্পেনে হবিগঞ্জ তথা প্রবাসি বাংলাদেশিদের সেবা করার প্রত্যয় নিয়ে ‘হবিগঞ্জ প্রবাসি সেবা কল্যাণ পরিষদ স্পেন’ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ মালেকের পরিচালনায় অনুষ্টিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির, বাংলাদেশি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আল মামুন, প্রাক্তন সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আব্বাস উদ্দিন, সামসুজ্জামান, শাহ খালেদ, জুয়েল আহমেদ, রুবেল রানা প্রমূখ। বক্তারা আশা প্রকাশ করে বলেন, এ সংগঠনের সবাই ঐক্যবদ্ধ থেকে প্রবাসে ও বাংলাদেশে মানুষের কল্যাণে কাজ করে যাবেন। অনুষ্ঠানে সংগটনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন চৌধুরী, আবিদুর রহমান প্রমূখ।