Latest News

কাতালোনিয়া সুনামগঞ্জ এসোসিয়েশনের নির্বাচন চলছে (ভিডিওসহ)

এসবিএন ডেস্ক :  স্পেনের বার্সেলোনায় সুনামগঞ্জ প্রবাসিদের সংগঠন ‘কুলতুরাল এসোসিয়েশন দে সুনামগঞ্জ এন কাতালোনিয়া‘র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে স্থানীয় প্রবাসিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আজ স্থানীয় সময় সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে মনোয়ার-হারুন-স্বপন-নজরুল ও কবির-আবির-কামাল-আসিদুর এ দু‘টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে। নির্বচান কমিশনার আবু ইউসুফ সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন।ছবি ও ভিডিও কৃতজ্ঞতা : লায়েবুর রহমান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com