সেলিম আলম: ব্রাহ্মনবাড়ীয়া জেলা ঐক্য পরিষদ ইন স্পেনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গত ১৩ মার্চ মাদ্রিদের মাতৃভূমি রেস্তোরাঁয় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুস সত্তারের সভাপতিত্বে এবং কাজী আলমগীর ও সবুজ আলমের যৌথ পরিচালানায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়ীয়া জেলার স্পেন প্রবাসি সকলের সহযোগিতায় একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে আরো বলেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে সামাজিক কর্মকা-ে নিয়োজিত রাখতে ব্রাহ্মণবাড়ীয়ার সবাই ঐক্যবদ্ধ হতে হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব আলম, সায়েম সরকার, আব্দুল্লাহ আল মামুন, বাতেন সরকার, সেলিম রেজা, সাইফুল আলম সুহাগ, শাহ আলী সরকার, শামী আহমেদ, হাবিবুর রহমান, আল মামুন ডালিম, হারুন সরকার, মহিউদ্দিন প্রমূখ।
সভায় আবুল খায়েরকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুরুজ্জামান, ফজলে এলাহী, রিপন সরকার, গাজী ফারুক, শাহ আলম, হাবিবুর রহমান ও মানিক মিয়া । আহ্বায়ক কমিটি আগামী ৩ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আবুল খায়েরকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সুরুজ্জামান, ফজলে এলাহী, রিপন সরকার, গাজী ফারুক, শাহ আলম, হাবিবুর রহমান ও মানিক মিয়া । আহ্বায়ক কমিটি আগামী ৩ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।