Latest News

বার্সেলোনায় বাংলা স্কুলের পিঠা মেলা (ভিডিওসহ)

এসবিএন ডেস্ক : বার্সেলোনায় বাংলা স্কুলের উদ্যোগে পিঠা মেলার আয়োজন করা হয়। গত ১১ মার্চ, শনিবার স্থানীয় একটি হলে আয়োজিত এ পিঠা মেলায় শোভা পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রঙের, নানা স্বাদের রকমারি পিঠা। স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম, জুয়েল আহমদ, জিনাত শফিক, সায়মা রুনু ও মুন্নি শফিক এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ পিঠা মেলায় বাংলা স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাঙালিয়ানা সংস্কৃতি লালনের ধারা অব্যাহত রাখতে এবং নব প্রজন্মকে এ সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা দিতেই এ পিঠা মেলার আয়োজন বলে জানান বাংলা স্কুল কর্তৃপক্ষ। বাংলা স্কুলের এ পিঠা মেলাকে কেন্দ্র করে হলরুমটি পরিণত হয় বাঙালিদের মিলনমেলায়।

ভিডিও: চ্যানেল আই ইউরোপের সৌজন্যে।


ভিডিও : যমুনা টিভি (রিপোর্ট : আফাজ জনি)


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com