Latest News

মাদ্রিদে গ্লোবাল মানি এক্সচেঞ্জ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম আলম, মাদ্রিদ : প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের উন্নয়নধারা অব্যাহত আছে। এদিক থেকে বিবেচনা করলে প্রবাসীরাই দেশের অন্যতম প্রধান শক্তি। গত ১৮ মার্চ, মাদ্রিদে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা একথাগুলো বলেন। মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন  প্রতিষ্ঠান গ্লোবাল মানি এক্সচেঞ্জ এর আয়োজনে এ মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, স্পেনে শরীয়াহ মোতাবেক পরিচালিত বীমা প্রতিষ্ঠান টাকাফুল এর পরিচালক ও মরক্কোর নারী সাংসদ ড: নাজিয়া লুতফি, ইংল্যান্ডের ইস্টএন্ড লজিস্টিক্স এর ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সৈয়দ আব্দুর রব। বক্তারা প্রবাসীদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশে বৈধভাবে প্রেরণের অনুরোধ জানান। ফখরুদ্দিন রাজির পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি জামাল উদ্দিন মনির, ইকবাল হোসাইন ও আবু জাফর মজুমদার সায়েম।  আলোচনা সভায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com