এসবিএন ডেস্ক: গত ১৭ মার্চ ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাস শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ‘র তত্ত্বাবধানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশি ৩৪ জন শিশু কিশোর দু‘টি গ্রুপে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।