Latest News

ফ্রিতে পেলেও মেসিকে না!

এসবিএন ডেস্ক: তুরস্কের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ‘আলতিনোরডু’–র চেয়ারম্যান বললেন, ফ্রিতে পেলেও মেসিকে তাঁরা নেবেন না! তুরস্কের এ ক্লাবের চেয়ারম্যানের কথা শুনলে মনে হবে আঙুল ফল টক। কেন? লিওনেল মেসিকে নেওয়ার জন্য যখন বিশ্বের সব ক্লাব মরিয়া, তখন এত বড় কথা! কী করে বললেন? ক্লাব চেয়ারম্যান মেহমেত সেয়িত ওজকান জানিয়েছেন, ‘হ্যাঁ, ভেবেই কথাটা বলছি। মেসি যদি আমাদের ক্লাবে বিনা পারিশ্রমিকেও খেলতে চায়, তাও ওকে নেব না। আমি আসলে তারুণ্যে বিশ্বাসী। আমাদের দলের তরুণ ফুটবলাররা খুবই ভাল। তাই আমি ওদের ওপরই আস্থা রাখব। ওদেরই দলে নেব।’ উল্লেখ্য, এই ক্লাবে এখন পর্যন্ত কোনও বিদেশি ফুটবলার নেওয়া হয়নি।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com