Latest News

ফ্রান্সে বাংলা কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লুৎফুর রহমান বাবু : বাংলা কাগজ প্রবাসী বাংলাদেশিদের সমস্যা তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজ পরিবর্তনে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইতালি ও বাংলাদেশ থেকে একযোগে প্রকাশিত ‘বাংলা কাগজ’ এর ১৪ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় ফ্রান্সের কমিউনিটি নেতৃবৃন্দ এ কথাগুলো বলেন।
গত ৪ মার্চ, শনিবার প্যারিসের হোটেল প্যারিজিয়ানে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা কাগজ এর ফ্রান্স ব্যুারো  প্রধান এনায়েত হোসেন সোহেল। সাংবাদিক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, অল ইউরোপিয়ান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির, ঢাকা বিভাগ এসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু,সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার,
বরিশাল বিভাগ এসোসিয়েশনের সভাপতি মোতালেব খান, প্যারিস নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান, ফ্রান্স আওয়ামীলীগের সহসভাপতি জসিম উদ্দিন ফারুক, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম টিটু, ফ্রান্স আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক অধ্যাপক অপু আলম,  কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উপদেষ্ঠা সৈয়দ খালেদ আলি, সাধারন সম্পাদক অজয় দাস, জাতীয় পার্টি সাধারন সম্পাদক হাবিবুর খান, সহসভাপতি বাবুল আহমদ, ফ্রান্স আওয়ামী লীগ প্রবাসী বিষয়ক সম্পাদক উকিল ইব্রাহিম, কামাল আহমেদ, সাংবাদিক নয়ন মামুন।
আলোচনা সভা শেষে ১৪বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন কমিউনিটির নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের আয়না। তাই সেই আয়নায় সত্য ও সঠিক সংবাদ উঠে আসা উচিত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে সংবাদপত্রকে আরও সচেষ্ঠ ভূমিকা পালনের জন্য বক্তারা আহবান জানান।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com