Latest News

স্পেনে ঈদ উল ফিতরের নামাজের সময়সূচি

এসবিএন ডেস্ক : রোববার নাকি সোমবার? কোন দিন হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। মুসলমানদের মধ্যে এ নিয়ে যেমন রয়েছে আগ্রহ, তেমনি এ পবিত্র ঈদ উদযাপনের জন্য চলছে প্রস্তুতিও।  রোববার কিংবা সোমবার- যেদিনই হোক না কেন, স্পেনে প্রবাসি বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে নামাজের সময়সূচি নির্ধারণ হয়েছে ।
রাজধানী শহর মাদ্রিদে বাংলাদেশি মসজিদ বায়তুল মুকাররম সূত্রে জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও লাভাপিয়েস সংলগ্ন পার্কে কাসিনোর খোলা ময়দানে সকাল ৭:৩০ ও ৮:৩০ ঘটিকায়  ঈদের দু‘টি জামাত অনুষ্ঠিত হবে। মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাও থাকবে ওখানে।
পর্যটন নগরী বার্সেলোনায় শাহ জালাল জামে মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত  ৬:৪৫ (মসজিদ), ২য় জামাত ৭:২০ (মসজিদের সামনের মাঠ),  ৩য় জামাত  ৮:১৫ (মসজিদ), মহিলাদের জন্য জামাত ৮:১৫ ঘটিকায় (মসজিদ) অনুষ্ঠিত হবে।
বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদেও ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ১ম জামাত  ৬:৫০ (মসজিদ),  ২য় জামাত  ৭:০০ (প্লাসা, ২৪ নং কাইয়ে অরোরা),  ৩য় জামাত ৭:৪৫ ঘটিকায় (প্লাসা ২৪ নং কাইয়ে অরোরা) অনুষ্ঠিত হবে।
বার্সেলোনার সান্তা কলোমায় একমাত্র জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮:০০ ঘটিকায়।  স্থান : পলিএসপর্টিও, ২২ নং খাসিন্তো ভের্দেগের।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com