Latest News

স্পেনে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন

এসবিএন ডেস্ক: স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।
দুপুর ১২টায় দূতাবাসের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে  রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণি পাঠ করে শোনানো হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি একখ- বাংলাদেশ। আর তাঁর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বাংলাদেশ ক্রমশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি প্রবাসীদেরকেও এ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
রাষ্ট্রদূতের বক্তব্যের পর মুক্তিযুদ্ধের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের বাণিজ্যিক কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম, দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারীসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com