সাইফুল আমীন, মাদ্রিদ: জাঁকজমকভাবে মাদ্রিদে ঢাকা জেলা এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্ঠানে মাদ্রিদের আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
গত ১০ ডিসেম্বর রাতে স্থানীয় রেস্তোরাঁ ঢাকা ক্যাফেতে হাজী আজিজুল হক খালেকের সভাপতিত্বে এবং এসএম আহমেদ মনির ও সাইফুল আলম আলমাসের যৌথ সঞ্চালনায় অভিষেকের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জামাল উদ্দিন মনির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস এর কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
সভার শুরুতেই কোরআন থেকে তেলায়ত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুবকর।
ভ্রাতৃত্বপূর্ন সম্পর্ক এবং একে অন্যের সার্বিক সহযোগিতার প্রত্যয় নিয়ে গঠিত ঢাকা জেলা এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি শাহ আলম এবং সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান সহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমাগত অতিথিবৃন্দ।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ এসোসিয়েশন এর সাবেক সভাপতি এএসআইএস রবিন, সিনিয়র সহ সভাপতি এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাংবাদিক জহিরুল ইসলাম, গ্রেটার সিলেট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কী, নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি সুহেল ভুইয়া, নোয়াখালী এসোসিয়েশন এর সভাপতি সেলিম মিয়া, নরসিংদী ওয়েল ফেয়ার এর সভাপতি আলামিন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন, মহিলা সম্পাদিকা সাবানা রহমান। সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।