Latest News

মাদ্রিদে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির অভিষেক অনুষ্ঠান

সেলিম আলম, মাদ্রিদ: মাদ্রিদে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেন এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ জানুয়ারি স্থানীয়  একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন,
আমরা প্রবাসে এসেছি অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য। নিজেদের অস্থিত্ব বিলিয়ে দিতে নয়। তাই আমাদের ভাষা, সাংস্কৃতি ও বাংলার গৌরবময় ইতিহাস লালন করতে হবে। প্রাবাসে বেড়ে ওটা নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে হবে সঠিকভাবে; সন্মিলিতভাবে। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও মিনিষ্টার এম হারুণ আল রাশিদ।
নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেন এর উপদেষ্টা বশির আহমেদ এর সভাপতিত্বে এবং আবুবকর তামিম ও সাইদ আনোয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় ৪৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলনসহ সকল সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ।
অভিষিক্ত কমিটির নেতৃবৃন্দ সমাজে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি ও দেশের সম্মান অক্ষুণœ রাখার প্রত্যয় ব্যক্ত করেন। 
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর। এছাড়াও বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগটনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহাম্মেদ সেলিম, আবুল কাসেম, লুতফুর রহমান, আবু সায়েম মজুমদার, নুরুল আলম, একেএম জহিরুল ইসলাম, আব্দুল কাইয়ুম পঙ্কি, সোহেল ভুইয়া প্রমুখ। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com