এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনার বন্ধুসুলভ মহিলা সমিতির উদ্যোগে আয়োজন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসব। গত ৭ জানুয়ারি, বার্সেলোনার সিটি কাউন্সিলের হলরুমে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও মিনিষ্টার এম হারুন আল রশীদ।
পিঠা উৎসবে রকমারি পিঠা তৈরী করে নিয়ে আসেন সংগঠনটির সদস্যরা। বাঙালিয়ানা ঐতিহ্য প্রবাসেও লালন করার অভিপ্রায়ে প্রতি বছরইএমন পিঠা উৎসবের আয়োজন করার প্রত্যয় জানান বন্ধুসুলভ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা মনিকা বাবুল। শিউলী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পিঠা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারী কাউন্সিলর রামন পেদ্র, আলাউদ্দিন হক, আওয়াল ইসলাম, কয়েস খান, উত্তম কুমার, কাজী আমির হোসেন আমু, শফিক খান প্রমূখ।
পিঠা উৎসবে ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সুধিজন নানা স্বাদের রকমারি পিঠার স্বাদ পরখ করার পাশাপাশি শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, ফ্যাশনশো উপভোগ করেন।
পিঠা উৎসবে রকমারি পিঠা তৈরী করে নিয়ে আসেন সংগঠনটির সদস্যরা। বাঙালিয়ানা ঐতিহ্য প্রবাসেও লালন করার অভিপ্রায়ে প্রতি বছরইএমন পিঠা উৎসবের আয়োজন করার প্রত্যয় জানান বন্ধুসুলভ মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা মনিকা বাবুল। শিউলী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পিঠা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারী কাউন্সিলর রামন পেদ্র, আলাউদ্দিন হক, আওয়াল ইসলাম, কয়েস খান, উত্তম কুমার, কাজী আমির হোসেন আমু, শফিক খান প্রমূখ।
পিঠা উৎসবে ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত সুধিজন নানা স্বাদের রকমারি পিঠার স্বাদ পরখ করার পাশাপাশি শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, ফ্যাশনশো উপভোগ করেন।