Latest News

মৃত্যুর পূর্বে আবারো জাপাকে ক্ষমতায় দেখতে চান এরশাদ

এসবিএন ডেস্ক: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আগামী সংসদ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন, ওই নির্বাচনে আমাদের জয়ী হতে হবে, কারণ জাপাকে ক্ষমতায় দেখে যেতে চাই। তার আগে আমি মরতে চাই না।’

৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজিত জাপার যৌথসভায় তিনি একথা বলেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, দুর্বলের সাথে কেউ হাত  মেলায় না। আমার ফাইনাল কথা, শক্তি সঞ্চয় করো-হাত এগিয়ে আসবে।
তিনি আরো বলেন, আমার মনে হয় সামনে আবারও একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে কিছুই ভয় করি না। ১৫ ফেব্রুয়ারি ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশে আমরা দেখাতে চাই, আমরা শক্তিশালী দল। এখন কথা হচ্ছে, আমরা প্রস্তুত কি-না? আমরা টাকা-পয়সার কথা চিন্তা করছি না। তোমরাও টাকা পয়সার কথা চিন্তা কর না। মহাসমাবেশে কত লোক দরকার? ৫ লাখ। এখন তোমরা আমাকে কথা দিয়ে যাও- আগামী ১৫ ফেব্রুয়ারি তোমরা ৫ লাখ লোক জোগাড় করে আনবে। যদি করতে পারো, ক্ষমতায় যাওয়া নিশ্চিত আমাদের জন্য। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com