Latest News

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা : মানসিক ফিটনেস যাচাই হয়নি!

এসবিএন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মানসিক ফিটনেস যাচাইয়ের বিষয়টি রাখা হয়নি। নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ৮ জানুয়ারি, সোমবার হোয়াইট হাউজ মুখপাত্র হোগান গিডলে একথা জানান। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক ফিটনেস পরীক্ষা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র শুধুমাত্র ‘না’ বলেন। এয়ারর্ফোস ওয়ানে ব্রিফিংকালে গিডলে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগের মতোই সুস্থ আছেন। ওয়াশিংটনের ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে আগামী ১২ জানুয়ারি,  শুক্রবার ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার ফলাফল পরে প্রকাশ করা হবে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com