Latest News

সাংবাদিক হামলার ঘটনায় স্পেন বাংলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

এসবিএন ডেস্ক: বাংলাদেশে সাংবাদিক আরমান কায়সার ও ক্যামেরাপারসন মানিকের উপর পুলিশি হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে স্পেন বাংলা প্রেসক্লাব। গত ২৭ এপ্রিল সন্ধ্যায় বার্সেলোনার স্থানীয় একটি হলে আয়োজিত এ প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
স্পেনে বাংলা গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে উল্লেখ করে আরো বলেন, উপযুক্ত বিচার না পাওয়ার যে সংস্কৃতি বাংলাদেশে চলছে, তা সাংবাদিকদের জন্য কঠিন বাস্তবতায় পরিণত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মিরণ নাজমুল, প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান, কমিউনিটি নেতা লুৎফুর রহমান সুমন, মনোয়ার পাশা, খালেদুর রহমান, হারুন রশীদ, সালাহ উদ্দিন, জাফার হোসাইন, এ আর লিটু, ফয়সল হোসেন প্রমূখ।









বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়া এ সংক্রান্ত সংবাদ দেখতে নিচের লেখাগুলোর উপর ক্লিক করুন:

       dbc tv news Bangladesh                      sa tv bangladesh                    channel i europe news
       shottobani                                            jagonews24                            surmanews24
       daily jugantor                                      abnews24                                bartamankantho
       daily vorersurjo                                   breakingnews                          probashirdiganta
     

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com