Latest News

বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু : ৪ মে জানাযা

এসবিএন ডেস্ক : বার্সেলোনায় হৃদরোগে আক্রান্ত হয়ে  মোহাম্মদ ইমরান (৩৭) নামে এক প্রবাসী মৃত্যুবরণ করেছেন। গত ২৮ এপ্রিল, শনিবার আনুমানিক রাত ১২টায় বার্সেলোনার একটি ভাড়া বাসার বাথরুমে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ইমরানের বন্ধু আকতার হোসেন প্রতিদিনের মতো কাজ থেকে বাসায় ফিরে বাথরুমে ইমরানের নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
ইমরানের গ্রামের বাড়ি হবিগঞ্জ সদরের রায়ধর এলাকায়। বাংলাদেশে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
সদালাপি ইমরানের  মৃত্যুতে বাংলাদেশি কমিউনিতিতে শোকের ছায়া নেমে আসে। তার লাশ মর্গে রাখা হয়েছে। প্রশাসনিক কাজ সম্পাদন পরে কমিউনিটির সহায়তায় ইমরানের লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। ৪ মে শুক্রবার, দুপুর ১টায় বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com