Latest News

বার্সেলোনায় মফিজুল ইসলামের জানাযায় প্রবাসীদের ঢল

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলা কাগজের স্পেন উপদেষ্টা মুক্তিযুদ্ধা হাজী মোহাম্মদ মফিজুল ইসলামের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ মে) স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে বার্সেলোনার শাহ জালাল জামে মসজিদ সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে শত শত প্রবাসী বাংলাদেশি শরিক হোন। জানাযার নামাজে অংশগ্রহণ করেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার ও দূতালয় প্রধান এম হারুণ আল রাশীদ।
বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু মফিজুল ইসলামের লাশ মসজিদ প্রাঙ্গনে আনা হয় দুপুর আড়াইটায়। তাকে শেষবারের মতো দেখতে অসংখ্য প্রবাসী ভিড় জমান। অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। জানাযার নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে দূতালয় প্রধান হারুন আল রাশীদ দূতাবাসের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বাংলাদেশে জাতির এ বীর সন্তানকে যাতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়; সেজন্য দূতাবাসের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
মফিজুল ইসলামের জানাযার নামাজে শাহ জালাল জামে মসজিদ পরিচালনা পর্ষদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সুরুজ্জামান জামান, সহ সভাপতি আবু বকর, আব্দুল বাছিত কয়ছর, মুক্তার আহমদ, অফিস সম্পাদক ইকবাল আহমদ, আব্দুল জব্বার, লুৎফুর রহমান সুমন, এলাইছ মিয়া
প্রমূখ। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রিদ বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, আসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, বার্সেলোনা বাংলা স্কুলের সভাপতি আলাউদ্দিন হক নেছা, আব্দুল আওয়াল, আব্দুল হাকিম, শফিউল আলম শফি, সাব্বির আহমদ দুলাল, জাহাঙ্গীর আলম, আমির হোসেন আমু, শফিক খান, মনোয়ার হোসেন, স্পেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বনি হায়দার মান্না, সাধারণ সম্পাদক আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ৮ মে ভোর ৪টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বার্সেলোনার হসপিটাল ডেল মার এ মজিফুল ইসলাম মুত্যুবরণ করেন।  স্পেনে প্রথম যে ক‘জন বাংলাদেশি এসেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বাঙালি কমিউনিটিতে অসামান্য অবদান রাখায় ২০১১ সালে তাঁকে বাংলা কাগজ কমিউনিটি পদক প্রদান করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com