এসবিএন ডেস্ক: সোমবার ঘোষণা হতে পারে রাশিয়া বিশ্বকাপের জন্য ব্রাজিলের স্কোয়াড, এমনটিই জানাচ্ছে গণমাধ্যম। তবে এরমধ্যে বেশ কিছু খেলোয়াড়ের নাম ৫৬ বছর বয়সী কোচ আগেই জানিয়ে দিয়েছেন। তারা হলেন– নেইমার (পিএসজি), কুতিনহো (বার্সেলোনা), পাওলিনহো (বার্সেলোনা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), অ্যালিসন বেকার (রোমা), এডারসন স্যানটানা দে মোরাইস (ম্যানচেস্টার সিটি), থিয়াগো সিলভা (পিএসজি), উইলিয়ান বর্জেস দা সিলভা (চেলসি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ফার্নান্দো লুইজ রোজা (ম্যানচেস্টার সিটি), মিরান্ডা(ইন্টার মিলান) এবং মারকুইনহোস (পিএসজি)। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফলতম দলটিতে আরও সাতজন ঢোকার সুযোগ পাবেন। তাদের মধ্যে এগিয়ে রয়েছেন, জুভেন্টাসের ডগলাস কস্তা ও আলেক্স সান্দো, ম্যানসিটির দানিলো, শাখতার দোনেস্কের ফ্রেড এবং অ্যাথলেটিকো মাদ্রিদের ফিলিপে লুইস। অ্যালিসন ও এডারসনের পাশাপাশি দলে আরও একজন গোলরক্ষক রাখবেন তিতে।