Latest News

বিশ্বকাপে প্রস্তুত হচ্ছে রাশিয়ার স্টেডিয়ামগুলো

এসবিএন ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যে রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়াম নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। কয়েক সপ্তাহ পরেই দেশটির ১২টি স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপ লড়াই শুরু হবে।

লুজনিকি স্টেডিয়াাম : বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি মস্কো শহরের লুজনিকি স্টেডিয়াামে অনুষ্ঠিত হবে। এছাড়াও এখানে ১৪ জুন রাশিয়া এবং সৌদি আরবের মধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৮১,০০০ দর্শক আসনের এই স্টেডিয়ামটি রাশিয়ার সর্ববৃহৎ স্টেডিয়াম।

একতারিনবার্গ এরিনা স্টেডিয়াম: মধ্য রাশিয়ার একতারিনবার্গ এরিনা স্টেডিয়ামটির দর্শকাসন ২৩ হাজার থাকলেও আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তা বাড়িয়ে ৪৫ হাজার করা হয়েছে। ১৫ জুন ইজিপ্ট এবং উরুগুয়ের ফুটবল লড়াই উপভোগ করবেন এখানকার দর্শক৷

ফিস্ত স্টেডিয়াম:  সোচি শহরের ফিস্ত স্টেডিয়ামের প্রথম ম্যাচটিই কিন্তু দুই হেভিওয়েট টিমের লড়াই৷ রাশিয়া বিশ্বকাপের পর্তুগাল-স্পেন প্রথম মুখোমুখির ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানে৷

কালিনিংগার্ড স্টেডিয়াম: বাল্টিক সাগরের তীরবর্তী কালিনিংগার্ড স্টেডিয়ামে একসঙ্গে ৩৫২১২ জন ফুটবলপ্রেমী বিশ্বকাপের লড়াই উপভোগ করতে পারবেন৷

মরডোভিয়া এরিনা: সরানস্ক শহরের মরডোভিয়া এরিনাও ফুটবল বিশ্বকাপের জন্য সেজে উঠছে৷ পেরু-ডেনমার্কের ম্যাচ দেখতে এই স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারবেন ৪৫ হাজার দর্শক৷

নিজনি নভগোরো স্টেডিয়াম: সুইডেন এবং কোরিয়ান রিপাবলিকের মধ্যে প্রথম সাক্ষাতের ম্যাচটি অনুষ্ঠিত হবে নিজনি নভগোরো স্টেডিয়ামে৷ ৪৫০০০ দর্শকের বসার জায়গা রয়েছে স্টেডিয়ামটিতে৷

রস্তভ এরিনা স্টেডিয়াম: ফুটবল বিশ্ব অপেক্ষা করে থাকে হলুদ-সবুজদের ফুটবল দেখার জন্য৷ সেই বহু প্রতীক্ষিত ব্রাজিলের ফুবল দেখার সুযোগ রয়েছে রস্তভ এরিনার ৪৫ হাজার দর্শকের কাছে৷ এই স্টেডিয়ামটিতেই বিশ্বকাপে ব্রাজিল এবং সুইজারল্যান্ডের প্রথম ম্যাচ৷

সেন্ট পিটারবার্গ স্টেডিয়াম : সেন্ট পিটারবার্গ স্টেডিয়ামটি রাশিয়ার দ্বিতীয়  বৃহত্তম স্টেডিয়াম৷ মরক্কো এবং ইরানের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে৷

সামারা এরিনা স্টেডিয়াম: ৪৫ হাজার দর্শকাসন বিশিষ্ট সামারা এরিনা ১৭ জুন কোস্টা রিকা এবং সার্বিয়ার ম্যাচ হোস্ট করবে৷

স্পার্টাক স্টেডিয়াম: মেসির সমর্থকরা কিন্তু ভিড় জমাতেই পারেন রাশিয়ার স্পার্টাক স্টেডিয়ামে৷ কারণ এখানেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন ফুটবলের বর্তমান রাজপুত্র৷ আর্জেন্টিনা বনাম আইসল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে৷

ভলগোগার্ড এরিনা স্টেডিয়াম: রাশিয়া বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামের একটি হল ভলগোগার্ড এরিনা৷ ইংল্যান্ড বনাম তিউনিশিয়ার ম্যাচ দেখার জন্য এখানে উপস্থিত থাকতে পারবেন ৪৫০০০ হাজার দর্শক৷

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com