Latest News

বাংলা কাগজ এর ১৫তম বর্ষ ৪র্থ সংখ্যা

এসবিএন ডেস্ক: ইংল্যান্ড, স্পেন ও বাংলাদেশ থেকে একযোগে প্রকাশিত বাংলা কাগজ এর ১৫তম বর্ষ ৪র্থ সংখ্যা প্রকাশিত হয়েছে। ২৫ মে প্রকাশিত এ পত্রিকায় ৩২ পৃষ্ঠা জুড়ে রয়েছে প্রবাস ও দেশের খবর। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার শিরোনামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফিরে এসেছে ক্রসফায়ার, আলোচনায় বদি, ইফতারের রাজনীতি, নির্বাচনমুখী বিএনপি, আবারো নতুন নেতৃত্বের কথা বললেন হাসিনা, সুখবর নেই খালেদার।































যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com