Latest News

স্পেন বিএনপির প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল

কবির আল মাহমুদ, মাদ্রিদ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং মুক্তির দাবিতে স্পেন  বিএনপির উদ্যোগে ইফতার  মাহফিল  ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়।গত ৩০ মে,  বুধবার স্পেন বি এনপির উদ্যোগে  মাদ্রিদের  স্থানীয় একটি  রেস্তোরাঁয়  আয়োজিত ওই অনুষ্ঠানে  শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রাহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের  রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়|স্পেন  বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদারের  সভাপতিত্বে স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক  সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু  জাফর রাসেলের যৌথ  পরিচালনায় বক্তব্য দেন স্পেন বি এনপির সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেন মনু,আবুল খায়ের,সহ সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম,সোহেল আহমেদ সামসু,মিল্টন ভূঁইয়া কচি,আবু তাহের,মনির আহমেদ,আনোয়ারুল আজিম, ফ্রান্স যুবদল এর সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ,যুগ্ন সাধারন সম্পাদক হেমায়েত খান,জাকিরুল ইসলাম জাকি,হুমায়ুন কবির রিগ্যান ,শেখ কবির ,সায়েদ মিয়া,সাংগঠনিক সম্পাদক আলী হোসেন চৌধুরী,সহ স্বেচ্ছাবিষয়েক সম্পাদক সানুর মিয়া ছাদ,প্রমুখ।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন  জাকির চৌধুরী

সভাপতির  বক্তব্যে  খোরশেদ আলম মজুমদার বলেন, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ।বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আমাদের সব নেতাকর্মীদের মা,মাকে কারাগারে বন্দি করে রেখে বর্তমান সরকার প্রতিহিংসামূলক রাজনীতির পরিচয় দিচ্ছে। একজন সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে কারাগারে বন্দি করে রাখা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না।মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন লাভে সক্ষম হবে।ঘন ঘন ভারত সফর করে বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরানো সম্ভব হবে না।তিনি বলেন,১/১১ পরবর্তী সময়ের চেয়েও ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে।তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারে।অনুষ্ঠানে বক্তারা  বলেন,কারো দয়ায় নয়,অচিরেই বেগম খালেদা জিয়া সকল মামলায় বেকুসুর খালাস পেয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।কারণ তিনি সম্পূর্ণ নির্দোষ, তাকে অন্যায় ভাবে একের পর এক মামলায় বন্দি করে রাখা হয়েছে।অনুষ্ঠানে স্পেন বি এনপি,যুবদল ও  ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com