Latest News

ঘর পেলো পুনর্বাসিত ১০০ ভিক্ষুক

এসবিএন ডেস্ক:  প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে ঘর নির্মাণ’ প্রকল্প হতে  ১০০ পুনর্বাসিত ভিক্ষুককে ঘর করে দেয়া হয়েছে। কিশোরগঞ্জে পুনর্বাসিত ১০০ জন ভিক্ষুকের মুখে ফুটেছে হাসি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে পুনর্বাসিত ভিক্ষুকদের পরিবারগুলো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প হতে ২০১৭-২০১৮ অর্থবছরের ১০০ ঘর নির্মাণসহ এ পর্যন্ত কিশোরগঞ্জে সর্বমোট ৭৯০ জন পুনর্বাসিত ভিক্ষুক পেল ঘর। কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান জানান, আশ্রয়ণ-২ প্রকল্প হতে পুনর্বাসিত ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঘরনির্মাণ কমিটির সদস্য সচিব খারুল ইসলাম বলেন, উপজেলায় পুনর্বাসিত ভিক্ষুকদের অনুকূলে ২০১৭-২০১৮ অর্থবছরে দু’দফায় ৫০টি করে ১০০টি ঘর নির্মাণের জন্য ঘর প্রতি ১ লাখ টাকা বরাদ্দ আসে। আমরা কমিটির মাধ্যমে ঘর নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছি। উপজেলা নির্বাহী অফিসার এসএম মেহেদী হাসান বলেন, পুনর্বাসিত ভিক্ষুকরা পুনর্বাসনের পর ঘর পেয়ে আরও স্বাবলম্বী হয়ে উঠছে।  - সূত্র: সংবাদ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com