Latest News

কবিতা: বর্ষা বরণ



বর্ষা বরণ
শিখর চৌধুরী

বছরান্তে ঐ দ্যাখো আবার বাদলা এসেছে
নীল আকাশকে কালো পর্দায় ঢেকে ফেলেছে
ঝিরি ঝিরি বৃষ্টিতে একী খেলায় মেতেছে
বাংলা নির্সগের এ আবাসভূমিতে সংসার পেতেছে।
আমার টেবিল রাখা কবিতা উঠিয়ে এনেছে
দক্ষিণ হাওয়ার পবন আমার কাব্যে লেগেছে।
এখন আমার দিকে হাসে ফিসফিসিয়ে সে,
বলে, এবার আমায় নিয়ে কাব্য রেখ রে,
আমি বসি, কাব্য লিখতে, ঈশান কোণেতে,
কোন পাখি যেন ডেকে ওঠে পাশের বনেতে,
আমার লেখায় ঘর পেতেছে কদম ফুলের বাস
প্রকৃতিতে উড়ছে দ্যাখো; সজীব রেণুর রাশ।
চারিদিকে বাদল যৌবনে, কী যে হবে বন্দনার রুপ
তাই ভেবে আমার কলম রইলো বসে চুপ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com