Latest News

‘রেস থ্রি’র সাফল্যে আসছে ‘রেস ফোর’

এসবিএন ডেস্ক: এবারের ঈদে মুক্তি পাওয়া ‘রেস থ্রি’ ব্যবসাসফল ছবির তালিকায় ইতোমধ্যে স্থান করে নিয়েছে। জানা যায়, এরই মধ্যে ১০০ কোটির ক্লাবেও ঢুকে পড়েছে ছবিটি। ‘রেস থ্রি’ ছবির সাফল্যে খুশি সালমান খান এ ছবির আরেকটি সিক্যুয়াল তৈরির চিন্তা করছেন।
সালমান খানের পারিবারিক প্রোডাকশন হাউস থেকে তৈরী হচ্ছে আরেকটি ছবি ‘দাবাং থ্রি’। তবে ২০১৯ সালের শেষের আগে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা কম থাকায় এর আগেই ‘রেস ফোর’ ছবির কাজ শুরু হবে বলে জানা গেছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com