Latest News

মাদ্রিদে মেজবান উৎসব ২৭ জুলাই : 'চলন যাই, মেজবান খাই'

কবির আল মাহমুদ , মাদ্রিদ : আগামী ২৭ জুলাই, শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে চট্টগ্রাম সমিতির উদ্যোগে ‘মেজবান উৎসব’ অনুষ্ঠিত হবে। মাদ্রিদের খেসুস ই মারিয়া রোডের ৩২ নম্বরে  বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে  ‘নাড়ীর টানে  ঐতিহ্যের বন্ধনে -চলন যাই, মেজবান খাই’ নামের এ আয়োজন অনুষ্ঠিত হবে। এই আয়োজন সন্ধ্যা  ৮টায় শুরু হয়ে চলবে রাত ১২ টা পর্যন্ত।
অনুষ্ঠানে নানা মনোরঞ্জক আয়োজনের সঙ্গে মূল আকর্ষণ হিসেবে থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের ব্যবস্থা। দেশীয় খাবারের ঐতিহ্য স্পেনে  ছড়িয়ে দিতে প্রতিবছর এ আয়োজন করে থাকে সংগঠনটি।এ বছর প্রায় ৩ হাজার প্রবাসীদের রাতব্যাপী সৌজন্য খাবারের ( কোন ফি ছাড়াই)  আয়োজন করা হয়েছে।
আয়োজনে অংশগ্রহণ করতে সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন  মাদ্রিদে বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com