Latest News

রাশিয়া বিশ্বকাপে যারা পেলেন ফেয়ার প্লে ট্রফি, গোল্ডেন বল, বুট, গ্লাভ...

এসবিএন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ শিরোপা ফ্রান্সের। দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল জিনেদিন জিদানের উত্তরসূরিরা। রবিবার ফাইনালে প্রথমবারের মতো শিরোপার স্বপ্ন দেখা ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে এ শিরোপা ঘরে তুললো তারা। খেলার ফলাফল ফ্রান্স ৪ - ক্রোয়েশিয়া ২।

ফিফা ফেয়ার প্লে ট্রফি স্পেনের
 রাশিয়া বিশ্বকাপে ফিফা ফেয়ার প্লে  ট্রফি জিতেছে স্পেন। পুরো টুর্নামেন্ট জুড়ে নান্দনিক ফুটবল উপহার দেওয়া ও মাঠে খেলোয়াড়দের  আচরণ, ফাউল সবকিছু বিবেচনায় এ অ্যাওয়ার্ড পেয়েছে  পেয়েছে স্পেন।
যদিও রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিল স্পেন। রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেনকে। তবে নান্দনিক ফুটবল উপহারের স্বীকৃতি ঠিকই পেয়েছে রামোস, ইনিয়েস্তাদের দল।

গোল্ডেন বল লুকা মদ্রিচের
পুরো বিশ্বকাপে দারুণ খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন লুকা মদ্রিচ।
ক্রোয়েশিয়াকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মাঝমাঠ সামলেছেন, আক্রমণেরও সূচনা করেছেন তিনি।
 গোল্ডেন বল জিতলেও মঞ্চে উঠে পুরস্কার হাতে নিয়ে হাসতে পারলেন না মদ্রিচ। ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে  মদ্রিচের ক্রোয়েশিয়ার।

গোল্ডেন বুট পেলেন হ্যারি কেইন
ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেইন ৬ গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছেন গোল্ডেন বুট। যদিও এ বিশ্বকাপে ইংল্যান্ড চতুর্থ হয়েছে।  কেইনের গোল সংখ্যা ৬। আর ৪ গোল করে দ্বিতীয় স্থানে থেকে সিলভার বুট জিতেছেন ফ্রান্সের গ্রিজম্যান। সমান ৪ গোল নিয়ে বেলজিয়ামের রোমেলু লুকাকু পেয়েছেন ব্রোঞ্চ বুট।

 সেরা উদীয়মান খেলোয়াড় এমবাপ্পে
 রাশিয়া বিশ্বকাপে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ফিফার সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত
হয়েছেন বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের তরুণ ফরোয়ার্ড এমবাপ্পে। ৭ ম্যাচ খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইনের এ তারকা। এর মধ্যে ফাইনাল ম্যাচসহ মোট ৪টি গোল করেছেন এমবাপ্পে।

গোল্ডেন গ্লাভ জিতেছেন কর্তোয়া
রাশিয়া বিশ্বকাপের সেরা গোলকিপারের খেতাব গোল্ডেন গ্লাভ জিতেছেন বেলজিয়াম গোলকিপার কুর্তোয়া। মূলত বেলজিয়ামকে
এবার তৃতীয়স্থানে নেওয়ার ক্ষেত্রে গোল পোস্টের নিচে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন কর্তোয়া।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com