Latest News

ছবিতে বার্সেলোনার ‘বাংলার মেলা’

এসবিএন ডেস্ক : স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর ও কাতালোনিয়া অঙ্গরাজ্যের রাজধানী বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব ‘বাংলার মেলা’। ১৫ জুলাই স্থানীয় মাকবা স্কয়ারে এ মেলা অনুষ্ঠিত হয়। হাজারো প্রবাসী বাংলাদেশির পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গন।

বাংলার মেলায় মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ, ইংল্যান্ড ও স্পেন থেকে একযোগে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘বাংলা কাগজ’। বাংলার মেলার ছবিগুলো তুলেছেন লায়েবুর রহমান।
যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com