Latest News

বার্সেলোনায় বাংলার মেলা ১৫ জুলাই :মিডিয়া পার্টনার বাংলা কাগজ

এসবিএন ডেস্ক: বার্সেলোনায় আগামী ১৫ জুলাই বাংলার মেলা অনুষ্ঠিত হবে। আবহমান বাংলার নানা সংস্কৃতি তুলে ধরতে প্রতিবছরের ন্যায় এবারো আসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উদ্যোগে স্থানীয় মাকবা স্কয়ারে বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বাংলাদেশ, ইংল্যান্ড ও স্পেনের স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন বলে জানা গেছে। মেলাকে সফল করতে অয়োজক সংগঠনের পক্ষ থেকে বার্সেলোনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের সাথে মতবিনিময় করা হচ্ছে। মতবিনিময় সভাগুলোতে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বাংলার মেলাকে সফল করতে বার্সেলোনায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করা হয়েছে। এ মেলায় মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলাদেশ, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও ইতালি থেকে একযোগে প্রকাশিত পত্রিকা বাংলা কাগজ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com