এসবিএন ডেস্ক: বার্সেলোনায় বাংলাদেশি মালিকানাধীন মানিট্রান্সফার এজেন্টদের সাথে মতবিনিময় করেছেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম। গত ২৬ জুন বার্সেলোনার কন্সুলেট অফিসে আয়োজিত এ মতবিনিময় সভায় শরিফুল ইসলাম বাংলাদেশে বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর উপর গুরুত্ব আরোপ করেন। এজন্য তিনি মানিট্রান্সফার এজেন্টদের ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন। মতবিনিময় সভায় বাংলাদেশি মালিকানাধীন মানিট্রান্সফার এজেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন আফাজ জনি, অহিদুল ইসলাম হালিম, নজরুল ইসলাম রুনু, বদরুল আলম স¤্রাট, আবুল কাসেম আজাদ ও জামিল হোসেন।