Latest News

প্রকাশিত হয়েছে বাংলা কাগজ এর ১৫তম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা

এসবিএন ডেস্ক: ইংল্যান্ড, স্পেন ও বাংলাদেশ থেকে একযোগে প্রকাশিত বাংলা কাগজ এর ১৫তম বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের খবরাখবরের পাশাপাশি বাংলাদেশের খবরও পাওয়া যাবে  সংখ্যাটিতে। বরাবরের মতো স্পেনে বাংলাদেশি কমিউনিটির সংবাদও প্রাধান্য পেয়েছে এবারের সংখ্যায়। এ সপ্তাহেই স্পেনের প্রবাসী বাংলাদেশি পাঠকের হাতে বাংলা কাগজ পৌঁছবে বলে পত্রিকাটির স্পেন ব্যুরো অফিস জানিয়েছে। মাদ্রিদ ও বার্সেলোনায় বাংলাদেশি মসজিদে জুমআ‘র নামাজ শেষে পাওয়া যাবে। তাছাড়া নিচের প্রতিষ্ঠানগুলোতেও পাওয়া যাবে-
মাদ্রিদ:
১. আমানাহ মানিট্রান্সফার (জাহিদুল আলম মাসুদ)
Calle Sombrerete 9

২. বাংলা বাজার (কাইয়ূম আহমেদ মাসুক)
Calle Amparo 51

 ৩. মুন ট্রাভেল এ্যান্ড মানি ট্রান্সফার (মিল্টন ভূঁইয়া কচি)
Calle Oliver 47, Plaza Lavapies)


৪. ভূঁইয়া মানি ট্রান্সফার (নাহিদ আনোয়ারুল)
Calle Tribulete 5

বার্সেলোনা:
ডট মিডিয়া (বাংলা কাগজ স্পেন ব্যুরো অফিস)
Calle Botella 4-6





যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com