Latest News

ট্রাম্পের উদ্বাস্তু নীতি ‘নির্দয়’, ‘অন্যায্য’, ‘অমানবিক’- মালালা

এসবিএন ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বাস্তু নীতিকে ‘নির্দয়’, ‘অন্যায্য’ ও ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল জয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই। দক্ষিণ আমেরিকার মেয়েদের স্কুল উদ্বোধনে গিয়ে ট্রাম্পের এ সমালোচনা করেন। সূত্র: দ্যা গার্ডিয়ান।
উদ্বাস্তু নীতির নামে কয়েক হাজার শিশুকে বন্দি করে রেখেছেন ট্রাম্প, যা মানবিকতার বিরুদ্ধেও বলে জানান মালালা।  দ্যা গার্ডিয়ানের খবরে আরো  বলা হয়েছে, উদ্বাস্তু আইনের কোপে এখনও মেক্সিকোসহ আমেরিকার বিভিন্ন সীমান্তে ২৩০০ শিশু বন্দি। চাপের মুখে পড়ে পরিবারের সঙ্গে বাচ্চাদের আলাদা করার প্রক্রিয়া আপাতত বন্ধ করেছে ট্রাম্প। কিন্তু এখনও বন্দি হাজার হাজার শিশু।
মালালা বলেন, ‘আমি আশা করব উদ্বাস্তু নীতির নামে যে অন্যায়  ট্রাম্প প্রশাসন চালাচ্ছে, তা বন্ধ হবে, নিউইয়র্ক, ওয়াশিংটনে প্রতিবাদের ঝড় উঠছে। আমিও সেই প্রতিবাদে তাদের পাশে। প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে ভাবুন।’
মালালা ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘শিশুদের আটকে রাখা অমানবিক। নির্মম নীতি জারি করেছেন ট্রাম্প। কীভাবে মার্কিন প্রেসিডেন্ট হয়ে এই কাজ তিনি করতে পারেন?’
মালালা আরো বলেন, যে কোনও দেশের রাষ্ট্রপ্রধান সঠিক দায়িত্ব পালন করে, সমস্ত সমস্যার সমাধান সম্ভব। ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বেআইনি ভাবে মেক্সিকো সীমান্ত পার করার চেষ্টা করা রুখতে বাচ্চাদের আটকে রাখা সমস্যার সমাধান নয়। মা-বাবার থেকে ৩-৪ বছরের শিশুকেও আলাদা করা হচ্ছে। মানা হচ্ছে না নুন্যতম সামাজিক নিয়ম।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com