এসবিএন ডেস্ক: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সাবেক সংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে স্পেনের বার্সেলোনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ আগষ্ঠ বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ প্রতিবাদ সভার আয়োজন করে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন এর বার্সেলোনা শাখা। সংগঠনটির আহ্বায়ক আজমান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এম লায়েবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে আরো বলেন, বাংলাদেশে এখন গুম খুনের রাজত্ব কায়েম হচ্ছে। ভুলুন্ঠিত মানবতা আর গণতন্ত্রকে ফিরিয়ে আনতে খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচনের দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সভায় মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগের হামলারও নিন্দা জানানো হয়। সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি, প্রধান উপদেষ্ঠা নুরুল ইসলাম, মনোয়ার পাশা, হারুন রশীদ, শফিক খান, ফয়সল আহমেদ, এ আর লিটু প্রমূখ।