Latest News

বার্সেলোনায় বন্ধুসুলভ মহিলা সংগঠনের মেহেদি উৎসব

এসবিএন ডেস্ক:  ঈদ উৎসবে মেহেদি হাতে লাগানো আমাদের দেশিয় সংস্কৃতির অন্যতম একটি রেওয়াজ। সেই রেওয়াজ অনুষ্ঠান করে উদযাপন করলো বার্সেলোনার ‘বন্ধুসুলভ মহিলা সমিতি’। রবিবার, স্থানীয় রেস্তোরাঁ ‘মধুর ক্যান্টিন’ এ আয়োজিত এ উৎসবে মহিলারা একে অপরের হাত দৃষ্টিনন্দন শৈল্পিকতায় সাজিয়ে দেন। এ আয়োজনকে ঘিরে বাঙালি ললনাদের মধ্যে ছিলো উৎসবের আমেজ। সন্ধ্যা থেকে গভীর রাত অবধি আয়োজন স্থলে একে একে জড়ো হতে থাকেন সবাই। টিউব মেহেদি দিয়ে নানা নকশায় শৈল্পিকতা প্রকাশ পায় হাতে হাতে। মেহেদী উৎসবে মহিলা সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিউলী আক্তার, সেলিনা হালিম, শাহিনূর আক্তার আঁখি,  মৌসুমী হোসেন, তাহমিনা আমিন, নিগার হোসেন, জেমিসহ আরো অনেকে। ঈদ উদযাপনের দেশিয় রেওয়াজ প্রবাসে লালন করার প্রয়াসেই এমন আয়োজন, জানিয়েছেন বন্ধুসুলভ মহিলা সমিতির নেতৃবৃন্দ।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com