বাস মামা আস্তে চালাও, মরে গেলে মা কাঁদবে |
বাচ্চাদের আবেগে সব শ্রেণী পেশার মানুষের আবেগ যেন একাকার হয়েছে। তারা নিয়ে আসছে হাতে লিখে পোষ্টার ব্যানার ফেস্টুন। সেই সব লেখাও অকৃষ্ঠ করেছে সবার। ফেসবুকে প্রকাশিত এমনই কয়েকটি পোষ্টার নিয়ে সাজানো আয়োজন: ছবি কথা বলে...
ছবি কৃতজ্ঞতা: ফেসবুক।