Latest News

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের আকর্ষণীয় পোষ্টারগুলো

বাস মামা আস্তে চালাও, মরে গেলে মা কাঁদবে
এসবিএন ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে বাংলাদেশের শিক্ষার্থীরা। তারা চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে- আমরা চাইলেই পারি সড়কের মড়ক থামাতে, যানযট কমাতে। ভয়হীন বাচ্চারা লাইসেন্সবিহীন গাড়ি আটকাচ্ছে মন্ত্রী, আমলা, পুলিশের... কেউই বাদ পড়ছেন না।
বাচ্চাদের আবেগে সব শ্রেণী পেশার মানুষের আবেগ যেন একাকার হয়েছে। তারা নিয়ে আসছে হাতে লিখে পোষ্টার ব্যানার ফেস্টুন। সেই সব লেখাও অকৃষ্ঠ করেছে সবার। ফেসবুকে প্রকাশিত এমনই কয়েকটি পোষ্টার নিয়ে সাজানো আয়োজন:  ছবি কথা বলে...








































ছবি কৃতজ্ঞতা: ফেসবুক।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com