Latest News

স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

এসবিএন ডেস্ক: স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন-বাংলা প্রেসক্লাব এর নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। স্পেনে বসবাসকারী আগ্রহী সংবাদ কর্মীরা, যাদের বাংলা সংবাদ মাধ্যমে কাজ করার ন্যূনতম ছয় মাসের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে সদস্য ফরম সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনটির সভাপতি সাহাদুল সুহেদ।  দেশটির রাজধানী শহর মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় সদস্য ফরম সংগ্রহের জন্য নিম্নোক্ত সংবাদকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে-
আফাজ জনি (মোবাইল: ৬৩২৪১৫১৭২),  লোকমান হোসেন (মোবাইল: ৬৮৬৬৭২১৮১),  মিরন নাজমুল (মোবাইল: ৬৩৮৮৯৬২৫৭),  কবির আল মাহমুদ (মোবাইল: ৬৩২৬৭২৬২০)।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com